প্রবাদ বাক্য পর্ব ৭
121. To reap the double advantage.গাছের ও খাওয়া,তলার ও কুড়ানো।
122. To kill the birds with one stone.এক ঢিলে দুই পাখি মারা।
123. To count one’s chickens before they are hatched.গাছে না উঠতেই এক কাঁদি।
124. To cherish a serpent in one’s bosom.দুধকলা দিয়ে সাপ পোষা।
125. To bring a calamity by one’s own imprudence.খাল কেটে কুমীর আনা।
126. To be spoiled in early youth.কাঁচা বাঁশে ঘুণ ধরা।
127. To be abashed.থোঁতা মুখ ভোঁতা হওয়া।
128. To add insult to injury.কাঁটা গায়ে নুনের ছিটে দেওয়া।
129. The boot is on the wrong leg.উদোর পিন্তি বুদোর ঘাড়ে।
130. One raven will not pluck another’s eye.কাকের মাংস কাকে খায়না।
131. Nothing like force.ঠেলার নাম বাবাজী।
132. Ill got, ill spent.পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
133. High winds blow on high hills.উঁচু গাছেই বেশি ঝড় লাগে।
134. Fool to others, himself a sage.গাঁয়ে মানে না আপনি মোড়ল।
135. Fifth columnist.ঘরের শত্রু বিভীষণ।
136. Console a person after undoing him.গোড়া কেটে ডগায় জল দেওয়া।
137. Child’s plaything.ছেলের হাতের মোয়া।
138. Appearances are deceptive.কানা ছেলের নাম পদ্মলোচন।
139. All that is old is not bad.পুরাণ চালে ভাত বাড়ে।
140. A mad man and an animal have no difference.পাগলে কি না বলে ছাগলে কি না খায়।