Could Have এর ব্যবহার

Could have এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

Could have এর ব্যবহার

Could have এর ব্যবহার
Could have একটি Modal verb. Could have সাধারণত অতীতের কোনো ধারণা বা অনুমান প্রকাশের জন্য ব্যবহার করা হয়। Could have এর পরের Verb টি Past participle form(V3) এ থাকে। Could have এর কিছু ব্যবহার নিচে আলোচনা করা হল;

Spoken English Course November

1. অতীতে কোনো কিছু করা যেতো কিন্তু কোনো কারনে করা হয়নি বা করা যায় নি এমন বুঝাতে Could have ব্যবহৃত হয়।

Structure: Could have + Verb এর Past participle (V3)+ Ext

gif ads design 70

Example:
√ I could have gotten the job, but l didn’t apply for it.- আমি চাকরিটা পেতে পারতাম কিন্তু আমি এটার জন্য আবেদন করি নি।
Could ব্যবহৃত হয়েছে কারণ চাকরিটা পেতে পারতো কিন্তু যেহেতু আবেদনই করেনি তাই চাকরিটা হয়নি।

√ You could have stopped me but you chose not to do.তুমি আমাকে থামাতে পারতে কিন্তু থামাওনি। (থামাতে পারতো তবে থামায়নি সুতরাং এখানেও Could বসেছে।)

√ They could have won the race, but they didn’t try hard enough. – তারা খেলাটি জিততে পারতো কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করে নি।

√ We could have come earlier. – আমরা আরো আগে আসতে পারতাম।

√ You could have saved the money, but you didn’t. – তুমি টাকাগুলো জমাতে পারতে কিন্তু তুমি তা করো নি।

2. অনেক সময় Criticism বা অনেকটা খুটা দিয়ে সমালোচনা করতে Could have ব্যবহৃত হয়।

Example:
√ You could have told us the truth at least. – তুমি অন্তত আমাকে সত্যিটা বলতে পারতে। (এখানে সত্যিটা না বলায় খুটা দেওয়া হয়েছে যার জন্য Sentence টিতে Could have বসেছে।)

√ At least you could have tried to do it. – তুমি অন্তত চেষ্টা করে দেখতে।

3. অতীতের কোনো বিষয়ে অনুমান করতে Could have বসে। তবে এক্ষেত্রে Might have এর ব্যবহারই বেশি দেখা যায়।

Example:
√ She could have gone out – সে হয়তো বাহিরে গিয়েছে। (সে বাহিরে গিয়েছে কি না নিশ্চিত নই, শুধু অনুমান করা হয়েছে যে হয়তো সে বাহিরে গিয়েছে। যেটি বুঝাতে এখানে Could have ব্যবহৃত হয়েছে।)

√ He could have forgotten to take the keys. – সে হয়তো চাবি নিতে ভুলে গেছে।

√ He could have got stuck on the traffic. – সে হয়তো যানজটে আটকে গেছে।

√ He could have missed the train – সে হয়তো ট্রেনটি মিস করেছে।

4. Negative sentence এ হতে পারতো না এমন বুঝাতে Couldn’t have ব্যবহৃত হয়।

Example:
√ I don’t think anyone could have done it better than him.- আমার মনে হয় না ওর থেকে ভালো করে কেউ এটি করতে পারতো।

√ I could not have expected anything better. – আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু আমি আশা করতে পারতাম না।

√ Today’s technology can offer many advantages that our primitive ancestors could not have imagined. – বর্তমানে প্রযুক্তি এমন অনেক সুবিধা এনে দিয়েছে যা আমাদের পূর্বপুরুষেরা কল্পনাও করতে পারতেন না।

√ It could not have ended much better.- এর চেয়ে ভালোভাবে শেষ হতে পারত না।

√ I couldn’t have done it without you.- তোমাকে ছাড়া আমি এটা পারতাম না।

5. হতে পারতো এমন বুঝাতে Could have been ব্যবহৃত হয়। এখানে মূল Verb হচ্ছে Been যেটি Be ( হওয়া) এর V3 form.

Example:
√ I could have been a doctor. – আমি ডাক্তার হতে পারতাম।

√ The result is not bad at all but it could have been better. – ফলাফল খারাপ নয় তবে আরো ভালো হতে পারতো।

√ The sky could have been the limit for me.- আকাশটাই শুধু আমার সীমা হতে পারে।

√ The room could have been decorated more beautifully. – রুমটি আরো সুন্দর করে সাজানো যেতো।

6. থাকতে পারতো বুঝাতে Could have এর পর Had ব্যবহৃত হয়।

Example:
√ I wish you could have had many more years with us. – আমরা আশা করেছিলাম তুমি আরো অনেক বছর আমাদের সাথে থাকবে ।

√ They could have had their own opinion. – তাদের নিজস্ব মতামত থাকতে পারে।

√ There was no way he could have had any idea it would work. – এটি কিভাবে কাজ করবে তা নিয়ে তার কোনো ধারণাই ছিল না।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now