bangla to english translation

স্পোকেন ইংলিশ শেখার সহজ উপায় | English Sekhar Sohoj Upay

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)

এই পোস্টে e-Book সহ Tense এর উপর ভিত্তি করে ৫০০ এর ও বেশী স্পোকেন English এর কিছু বাক্য দেওয়া হল। এগুলো Practice করলে একই সাথে TranslationTense বিষয়ে উন্নতি হবে। আপনার জন্য সুসংবাদ, এই পোস্ট পড়তে পড়তে স্পোকেন ইংলিশের সকল রিসোর্স/e-Book পেয়ে যাবেন। 

স্পোকেন ইংলিশ

বর্তমান কালে কোনাে কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে, এরূপ বােঝালে verb-এর Present indefinite Tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যত, অভ্যাস, প্রকৃতি বােঝাতেও Present Indefinite Tense হয়।

স্পোকেন ইংলিশ (Present Simple):

Subject + মূল Verb + Extension.

  1. আমি প্রতিদিন ভোর ৫:oo টায় ঘুম থেকে উঠি– I get up at 5 in the morning everyday.
  2.  আমি প্রতিদিন সকাল ৯:oo টায় অফিসে যাই– I go to my office at 9 in the morning everyday
  3.  আমি নিয়মিত ইংরেজিতে কথা বলি– I speak English regularly.
  4.  আমি সময় মত বিশ্ববিদ্যালয় যাই– I go to my university in time.
  5. আমি চট্টগ্রামে বাস করি– I live in Chittagong.
  6. আমি সকাল সাতটায় নাস্তা করি – I take my breakfast at 7 in the morning.
  7. আমি প্রতিদিন সকালে কুরআন তেলাওয়াত করি– I recite the Holy Quran every morning..
  8. আমরা বাংলাদেশে বাস করি – We live in Bangladesh, 
  9. সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the east, 
  10. পাখিরা আকাশে ওড়ে – Birds fly in the sky.  

আরো Translation দেখুন
অনলাইন ইংলিশ লাইব্রেরীর সকল eBook পড়ুন। 

gif ads design 70

রিসোর্স/e-Book:

📖 অনলাইন ইংলিশ লাইব্রেরী (সকল eBook)
📖 100+ Spoken English Structures  (eBook)
📖 English Proverbs-(বাংলা অর্থসহকারে) (eBook)
📖 প্রয়োজনীয় সকল Verb-(বাংলা অর্থসহ) (eBook)
📖 ১০০০+ বাংলা টু ইংলিশ Translations (eBook)
📖 দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ডায়লগ  (eBook)
📖 Appropriate Prepositions (বাংলা অর্থ ও উদাহরণ সহ)
📖 Phrases & Idioms (বাংলা অর্থ ও উদাহরণ সহ)

  1. গােলাপের গন্ধ মিষ্টি – The rose smells sweet. 
  2. তােমরা ভাগ্যবান – You are lucky. 
  3. সূর্য পশ্চিম দিকে অস্ত যায় – The sun sets in the west. 
  4. পৃথিবী গােল — The earth is round. 
  5. বিড়াল ইদুর মারে – The cat kills mouse. 
  6. কামাল সত্য কথা বলে – Kamal speaks the truth. 
  7. পদ্মা একটি বড় নদী – The Padma is a big river.
  8. বাঙালিরা সাহসী – The Bengalese are brave. 
  9. মানুষ মরণশীল – Man is mortal. 
  10. ইংরেজরা চতুর – The English are clever. 
  11. সে ভালাে ইংরেজি জানে – He knows English well. 
  12. চন্দ্র উজ্জ্বল — The moon is bright. 
  13. তিনি সম্মানী লােক – He is an honourable man. 
  14. মিতু বিদ্যালয়ে যায় – Mitu goes to school,
  15. গরু উপকারী জন্তু – The cow is a useful animal. 
  16. রানা অঙ্কে দুর্বল – Rana is weak in math. 
  17. চাকরটি বিশ্বাসী – The servant is faithful. 
  18. ভাইকে ভালােবাস – Love your brother. 
  19. মা-বাবাকে মান্য করাে – obey your parents.
  20.  লােকটি মিথ্যা কথা বলে – The man tells a lie. 
  21. তিনি একজন কৃষক – He is a farmer. 
  22. মৌমাছি ক্ষুদ্র পােকা – Bee is a small insect. 
  23. ভাের হয়েছে – It is morning. 
  24. সে (স্ত্রী) বুদ্ধিমতী – She is intelligent. 
  25. তােমরা খুব চালাক – You are very clever. 
  26. জুয়েল একজন সত্ বালক – Jewel is an honest boy. 
  27. তার দেরি হয়েছে – He is late. 
  28. রােববারে এসাে – Come on Sunday. 
  29. কিছুক্ষণ অপেক্ষা করাে – Wait for some time (a while).
  30.  ইহার একটি লেজ আছে — It has a tail. 
  31. অভির একটি শার্ট আছে – Avi has a shirt. 
  32. পিপড়ার ছয়টি পা আছে – The ant has six legs. 
  33. মার্কিনরা ধনী – The Americans are rich. 
  34. বাঙালিরা কর্মঠ – The Bengalese are active. 
  35. কাক কুসিত পাখি – The crow is an ugly bird.
  36. আমি রােজ স্কুলে যাই – I go to school everyday. 
  37. সে বােকা – He is foolish.
  38. এগুলাে সবুজ – These are green, 
  39. ইহা একটি একমুখাে রাস্তা – It is a one way road, 
  40. ঠিক ঠিক উত্তরা দাও – Answer to the point. 
  41. ময়না সুন্দর পাখি – The Mayna is pretty/ 
  42. গরু নিরীহ প্রাণী — The cow is a humble animal. 
  43. আমি ইত্তেফাক পড়ি – I read the Daily Ittefaq. 
  44. এখন সাড়ে চারটা – Now it is half past four. 
  45. চাঁদ উঠেছে – The moon is up. 
  46. দিন শেষ হয়েছে – The day is over. 
  47. আটটা বেজেছে — It is 4.00 o’clock. 
  48. সময় এসেছে – The time has come. 
  49. পরীক্ষা শেষ হয়েছে – The examination is over. 
  50. এখন পাঁচটা বাজে – It is 5.00 o’clock now. 
  51. এখন সাড়ে চারটা বাজে – It is half past four now. 
  52. পৃথিবী সূর্যের চারদিকে ঘােরে – The earth moves round the sun. 
  53. হিমালয় ভারতের উত্তরে – The Himalayas are in the north of India. 
  54. তাদের প্রচুর টাকা আছে – They have plenty of money. 
  55. আমি একটায় স্কুল থেকে আসি – I come from school at 1.00 p.m.
  56. আমাকে একটি এক টাকার নােট দাও – Give me a one taka note. 
  57. ৬০. লােহা একটি প্রয়ােজনীয় জিনিস – Iron is a useful thing. 
  58. আব্বা খবরের কাগজ পড়েন – Father reads the newspaper,
  59. আমি কাউকে ভয় পাই না – I am not afraid of anybody.
  60. আমরা শিক্ষককে সম্মান করি – We respect our teacher. 
  61. সততা সর্বোৎকৃষ্ট পন্থা – Honesty is the best policy. 
  62. বাংলা একটি মধুর ভাষা – Bangla is a sweet language. 
  63. জলি নিয়মিত পড়াশােনা করে – Jolly studies regularly. 
  64. চাঁদ রাতে কিরণ দেয় – The moon shines at night. 
  65. তিনি জাহাজটির অধিনায়ক – He is the captain of the ship. 
  66. আমি সাড়ে আটটায় স্কুলে যাই – I go to school at 8.30 a.m. 
  67. আমি রিকশায় স্কুলে যাই – I go to school by rickshaw. 
  68. মেয়েটি সত্য কথা বলে – The girl speaks the truth. 
  69. যুবকটি মিথ্যা কথা বলে – ‘The young man tells a lie. 
  70. ৭৪. ফুল দেখতে খুব সুন্দর – Flower looks very beautiful. 
  71. গাধা ভারবাহী পশু – The ass is a beast of burden. 
  72. বাঘ হিংস্র পশু – The tiger is an wild/ferocious animal, 
  73. কাঠ একটি প্রয়ােজনীয় বস্তু – Wood is a useful thing. 
  74. তিনি দিনে ঘুমান না – He doesn’t sleep by day. 
  75. তুমি সৎ নও – You aren’t honest, 
  76. সে সত্য কথা বলে না – He doesn’t speak the truth. 
  77. আমি আরবি জানি না – I don’t know Arabic. 
  78. বাবা চা পান করেন না – Father doesn’t drink tea. 
  79. সে সাঁতার কাটে না – He doesn’t swim. 
  80. তােমরা ক্রিকেট খেলাে না – You don’t play cricket. 
  81. আমার সময় নেই – I have no time. 
  82. সে মিথ্যা কথা বলে না – He doesn’t tell a lie.
  83. তােমার বস্ত্র নেই – You have no clothe. 
  84. টেবিলটির পায়া নেই – The table has no legs. 
  85. আমি সকালে বেড়াই না – I don’t walk in the morning. 
  86. তােমাদের কোনাে অভাব নেই – You have no want. 
  87. তার বাবার কাজ নেই – His father has no work, 
  88. বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না – No one can live without air. 
  89. ওই ফুলগুলাে লাল নয় – Those flowers are not red. 
  90. বাবা বাসায় নেই – Father isn’t at home. 
  91. তাদের চাচা নেই – They have no uncle. 
  92. তারা সাঁতার কাটতে জানে না – They don’t know how to swim. 
  93. আর ঘুমিয়াে না – Do not sleep any more. 
  94. এই ফুলগুলাে তাজা নয় – These flowers aren’t fresh. 
  95. আমরা ব্যস্ত নই – We aren’t busy.
  96. সে স্কুলে যায় না – He doesn’t go to school. 
  97. ঘােড়ার কি শিং আছে? – Has the horse horns? 
  98. তুমি কি তাকে চেন? – Do you know him? 
  99. তুমি কি চা পান করাে? – Do you drink tea? 
  100. ড. মুহাম্মদ ইউনুস কে? – Who is Dr. Mohammad Younus? 
  101. কয়টা বাজে – What is the time? 
  102. তােমার কি একটি পাখি আছে? – Have you a bird? 
  103. তােমরা কি শক্তিশালী? – Are you strong? 
  104. গরুর কি শিং আছে? – Has the cow horn? 
  105. তুমি কি তাকে সাহায্য করাে? – Do you help him? 
  106. পাখি কি আকাশে ওড়ে – Do the birds fly in the sky?
  107. তুমি কি তার নাম জাননা? – Don’t you know his name?
  108. সে কি ভাত খায়? – Does he eat rice?
  109. তুমি কি চোর? – Are you a thief? 
  110. তাদের কি বাড়ি আছে? – Have they a house? 
  111. সে কি ইংরেজি জানে? – Does he know English? 
  112. তিনি কি একজন ডাক্তার? – Is he a doctor? 
  113. করিম কি অলস নয়? – Isn’t Karim lazy? 
  114. সে কি দিনে ঘুমায় না? – Doesn’t he sleep by day? 
  115. অনু কি তােমাকে সাহায্য করে না? – Doesn’t Anu help you? 
  116. রাম কি চা পান করে না? – Doesn’t Ram drink tea? 
  117. তুমি কি বােকা নও? – Aren’t you foolish? 
  118. রানা কি মিথ্যাবাদী নয়? – Isn’t Rana a liar? 
  119. আমটি কি মিষ্টি নয়? – Isn’t the mango sweet? 
  120. লিলির কি পর্যাপ্ত টাকা আছে? – Has Lily enough money?
  121. রিতার কি জামা নেই? – Has Rita no frock? 
  122. তােমার কি একজন বন্ধু আছে? – Have you a friend? 
  123. তাহাদের কি কোনাে শত্রু নেই? – Have they no enemy? 
  124. তােমার কি একটা ঘড়ি আছে? – Have you a watch? 
  125. হাসানের কি ছাতা আছে? – Has Flasan an umbrella? 
  126. মিতুর কি একটি পুতুল আছে – Does Mitu has a doll? 
  127. মা-বাবাকে মান্য করাে – Obey your parents. 
  128. লােকটি মিথ্যা কথা বলে – The man tells a lie. 
  129. তিনি একজন কৃষক – He is a farmer. 
  130. মৌমাছি ক্ষুদ্র পােকা – Bee is a small insect. 
  131. ভাের হয়েছে – It is morning.
  132. সে (স্ত্রী) বুদ্ধিমতী – She is intelligent.

আরো পড়ুনঃ  ইংরেজি শেখার সহজ ৬ উপায়

স্পোকেন ইংলিশ (Present Continuous):

বর্তমান কালে কোনাে কাজ হচ্ছে বা চলছে এরূপ বােঝালে Verb-এর Present Continuous Tense হয়।

গঠন প্রণালি: Subject + am/is/are + মূল Verb + ing + Extension. 

  1. মা একটি গল্প বলছে – Mother is telling a story. 
  2. কুকুরটি ঘেউ ঘেউ করছে– ‘The dog is barking. 
  3. তুলি একটি গান করছে – Tuli is singing a song. 
  4. আমি একটি পাখি দেখিতেছি – I am watching a bird. 
  5. রহিম মাছ ধরিতেছে – Rahim is catching fish.
  6. আমি তােমার জন্য অপেক্ষা করছি – I am waiting for you. 
  7. তুমি একটি চিঠি লিখছ – You are writing a letter. 
  8. এখন বৃষ্টি হচ্ছে – Now it is raining 
  9. রােজি খাবার রান্না করছে – Rosy is cooking food.
  10. আমি তার সঙ্গে কথা বলছি – I am talking with him.
  11. মা পিঠা তৈরি করছে – Mother is making cake. 
  12. জয় কাজ করছে – Joy is working 
  13. হাঁসগুলাে পুকুরে সাঁতার কাটছে – The ducks are swimming in the pond.
  14. রুনা একটি গান গাইছে – Runa is singing a song,
  15. আমি একটি চিঠি লিখছি – I am writing a letter. 
  16. তােমরা মাছ ধরছ – You are catching fish. 
  17. কিরন খেলা করছে – Kiran is playing. 
  18. সূর্য অস্ত যাচ্ছে – The sun is setting. 
  19. আমি চিঠি লিখছি – I am writing a letter. 
  20. শিশুটি ঘুমাচ্ছে – The baby Is sleeping 
  21. সে একটা বই পড়ছে – He is reading a book,
  22. মেয়েটি নাচছে – The girl is dancing, 
  23. বৃষ্টি পড়ছে/হচ্ছে – It is raining. 
  24. মা রান্না করছে = Mother is cooking. 
  25. সে সত্য কথা বলছে – He is speaking the truth. 
  26. আমরা সেখানে যাচ্ছি – We are going there. 
  27. পাখিরা কিচিরমিচির করছে – The birds are chirping/chirping. 
  28. কৃষকেরা মাঠে যাচ্ছে – ‘The farmers are going to the field. 
  29. কৃষক জমি চাষ করছে – The farmer is ploughing the lands. 
  30. পাখিরা আকাশে উড়ছে – Birds are flying in the sky. 
  31. তুমি ইংরেজি শিখছ –You are learning English. 
  32. আমরা স্কুলে যাচ্ছি – We are going to school, 
  33. সে অঙ্ক করছে না – He isn’t doing sums. 
  34. এখন বৃষ্টি হচ্ছে না – Now it’s not raining. 
  35. তারা ক্লাসে গােলমাল করছে না – They aren’t making noise in the class 
  36. তুমি সত্য কথা বলছ না – You aren’t speaking the truth.
  37. শাকিব মাছ ধরছে না – Sakib isn’t catching fish. 
  38. মারুফ বই পড়ছে না —Maruf isn’t reading the book. 
  39. তােমরা সেখানে যাচ্ছ না –You aren’t going there. 
  40. তুলি গান করছে না –Tuli isn’t singing. 
  41. তাহারা খেলছে না – They are not playing. 
  42. তারা ক্লাসে অঙ্ক করছে —They are doing sum in the class. 
  43. মেয়েটি চা তৈরি করছে না —The girl isn’t making tea. 
  44. সে কি গােলমাল করছে? – Is he making a noise? 
  45. সে কি আজ এখানে আসিতেছে? —ls he coming here today?
  46. তুমি কি অঙ্ক করিতেছ না?—Aren’t you doing the sum? 
  47. রনি ও রুমি কি স্কুলে যাইতেছে? Are Rony and Rumi going to school? 
  48. তুমি কি আমার সাথে যাচ্ছ? –Are you going with me?
  49.  শিশুটি ঘুমাচ্ছে না? – Isn’t the baby sleeping?
  50. বালিকাটি কি কাঁদছে না? Isn’t the girl crying? 
  51. তুমি কি কাজটি করিতেছ না? Aren’t you doing the work?  
  52. আমরা কি ইংরেজি শিখছি? Are we learning English? 
  53. চাষিরা কি জমি চাষ করছে না? Aren’t the farmers ploughing lands? 
  54. হেলেন কি ছবি আঁকছে? —Is Helen drawing a picture? 
  55. তাহারা কি যাইতেছে? – Are they going?

স্পোকেন ইংলিশ (Present Perfect):

বর্তমান কালে কোনাে কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনাে বর্তমান আছে, এরূপ বােঝালে veb-এর Pesent Perfect Tense হয়। 

গঠন প্রণালি: Subject + have/has +মূল Verb-এর Past Participle + Extension. 

  1. আমি চিঠিটি লিখেছি – I have written the letter.
  2. সে (স্ত্রী) একটি ছবি এঁকেছে—She has drawn a picture. 
  3. তাহারা ভাত খেয়েছে – They have eaten ice. 
  4. সে স্কুলে গিয়েছে – He has gone to school. 
  5. আমি একটি বই কিনেছি -I have bought a book, 
  6. শামীম অঙ্কটি করেছে – Shamim has done the sum. 
  7. তুমি মিথ্যা বলেছ – You have told a lie. 
  8. তাহারা বাড়ি ফিরেছে – They have returned home. 
  9. আমরা তাকে সাহায্য করেছি – We have helped him. 
  10. মা খাবার রান্না করেছেন – Mother has cooked food.
  11. আমরা দেরি করেছি – We have made delay. 
  12. তুমি প্লেটটি ভেঙেছ – You have broken the plate. 
  13. বাবা টাকা পাঠিয়েছে – Father has sent money. 
  14. তারা চা পান করেছে – ‘They have drunk tea.
  15. রুনা একটি গান গেয়েছে – Runa has sung a song. 
  16. তুমি ভুল করেছ – You have mistaken/You have made a mistake.
  17. মা খাবার রান্না করেছে – Mother has cooked food. 
  18. বালিকাটি একটি ছবি এঁকেছে – The girl has drawn a picture. 
  19. আমরা স্টেশনে পৌঁছেছি – We have reached the station. 
  20. সে ভাত খেয়েছে – He has eaten rice. 
  21. আমি কাজটি করেছি – I have done the work, 
  22. আমরা অঙ্কটা করিনি – We have not done the sum. 
  23. তােমরা গােলমাল করনি – You have not made a noise. 
  24. শিশুটি এখনাে ঘুমায়নি – The baby has not slept yet. 
  25. আমি এখনাে চিঠিটা লিখিনি – I have not written the letter yet. 
  26. আব্বা টাকা পাঠায়নি – Father has not sent money. 
  27. মতিন এখনাে পৌঁছায়নি – Matin has not reached yet. 
  28. তুমি এখনাে পড়া শেখনি – You have not learnt your lesson yet. 
  29. আমি এখনাে যাইনি – I have not gone yet. 
  30. সে এখনাে খায়নি – He has not eaten yet. 
  31. শীত এখনাে শুরু হয়নি Winter has not set in yet. 
  32. পিয়া এখনাে আসেনি Piya has not come yet.
  33. সে এখনাে ঘুমায়নি – He has not slept yet. 
  34. রানী এখনাে বইটি কিনেনি —Rani has not bought the book yet. 
  35. আপনারা ব্যাপারটা বােঝেননি? —Haven’t you understood the matter?
  36. তােমার বাবা কি টাকা পাঠিয়েছেন? —Has your father sent money? 
  37. তিনি কি আমাকে ডেকেছেন? – Has he called me? 
  38. তুমি কি খবরটি শুনেছ? – Have you heard the news? 
  39. সে কি রচনাটি লেখেনি? – Hasn’t he written the easy? 
  40. তুমি কি সাপটি মার নাই?—Haven’t you killed the snake? 
  41. তুমি কি তাকে দেখ নাই? – Haven’t you seen him? 
  42. রহিম কি গাভিটি এখনাে বিক্রি করেন নাই? —Hasn’t Rahim sold the cow yet? 
  43. আমরা কি দেরি করেছি? – Have we made delay? 
  44. তােমরা কি আমাকে দেখেছ? – Have you seen me? 
  45. আমি কি কাজটা করেছি? – Have I done the work? 
  46. তুমি কি রহিমকে দেখেছ? – Have you seen Rahim? 
  47. তুমি কি খবরটি শােননি?—Haven’t you heard the news? 
  48. বিড়ালটি কি একটা ইঁদুর ধরেছে? —Has the cat caught a rat? 
  49. তিনি কি চিঠিখানা পড়েছেন? – Has he read the letter? 
  50. তাহারা কি চা পান করেছে? – Have they drunk tea? 
  51. তিনি কি আমাকে ডেকেছেন – Has he called me?
  52. আমরা কি অঙ্কটা করিনি? – Haven’t we done the sum? 
  53. রুনা কি একটা গান গেয়েছে? – Has Runa sung a song? 
  54. তােমরা কি গােলমাল করনি? – Haven’t you made a noise? 
  55. পুলিশ কি চোরটা ধরেছে?—Have the police caught the thief?
  56. তােমরা কি ডাক্তার ডেকেছ?—Have you called the doctor? 
  57. তারা কি পরীক্ষায় পাস করেছে? —Have they passed in the exam?

স্পোকেন ইংলিশ (Present Perfect Continuous):

বর্তমান কালে কোনাে কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনাে হচ্ছে বা চলছে এরূপবােঝালে verb-এর Present Perfect Continuous Tense হয়। 

গঠন প্রণালি : Subject + have been/has been + মূল Verb + ing + Extension. 

  1. আমি পাঁচ ঘণ্টা ধরে পড়ছি – I have been reading for five hours. 
  2. সকাল থেকে বৃষ্টি হচ্ছে – It has been raining since morning. 
  3. তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে – It has been raining for three hours. 
  4. সে সাত দিন ধরে জ্বরে ভুগছে – He has been suffering from fever for seven days. 
  5. সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না – He hasn’t been going to school since Saturday. 
  6.  সে পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে—He has been reading in this school for five years, 
  7. সে কি শনিবার থেকে স্কুলে যাচ্ছে  না?-Hasn’t he been going to school since Saturday? 
  8. সে কি তিন বছর ধরে এখানে চাকরি করছে? – Has he been serving here for three years? 
  9. আমরা কি চার বছর ধরে এখানে বাস করছি? – Have we been living here for four years? 
  10. তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে – It has been raining for three days. 
  11. আমি তিন বছর ধরে এখানে বাস করছি – I have been living here for three years. 
  12. প্রায় দুই ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে – It has been raining for about two hours. 
  13. মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে—Masud has been suffering from fever since Friday last. 
  14. নাসিমা গত জুন মাস থেকে এই বিদ্যালয়ে পড়ছে—Nasima has been reading in this school since last June. 
  15. তুমি পাঁচ ঘণ্টা ধরে সাঁতার কাটছ—You have been swimming for five hours, 
  16. রহিম পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে—Rahim has been reading In this school for five years.
  17. সে কি চার বছর ধরে এখানে চাকরি করছে?- Has he been serving here for four years? 
  18. আমি দুই ঘণ্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি— I have been waiting for you for two hours. 
  19. বালকগুলাে এক ঘণ্টা ধরে খেলছে – The boys have been playing for an hour.

স্পোকেন ইংলিশ (Past Indefinite):

অতীত কালে কোনাে কাজ সাধারণভাবে হয়েছিল এরূপ বােঝালে verb-এর Past Indefinite Tense হয়। 

গঠন প্রণালি: Subject + মূল verb-এর Past form + Extension. 

  1. সে স্কুলে গিয়েছিল – He went to school. 
  2. রনি স্কুলে যায় নাই—Rony didn’t go to school.
  3. তুমি ভাত খেয়েছিলে — You ate rice. 
  4. তাহারা ফুটবল খেলেছিল – They played football. 
  5. লাবনী গান গেয়েছিল – Labon sang a song. 
  6. বাবা আমাকে ভালাে উপদেশ দিয়েছিলেন – Father gave me good advice. 
  7. সে গ্লাসটি ভেঙ্গেছিল – He broke the glass,
  8. আমি দুধ পান করেছিলাম – I drank milk, 
  9. বিড়ালটি ইঁদুর মেরেছিল — The cat killed mouse. 
  10. নানি একটি গল্প বলেছিলেন – Grandmother told a story. 
  11. মা পিঠা তৈরি করেছিল – Mother made cake, 
  12. সে একটি চিঠি লিখেছিল – He wrote a letter, 
  13. নৌকাটি নদীতে ডুবেছিল — The boat sank in the river. 
  14. তুমি সত্য বলেছিলে — You spoke the truth. 
  15. লােকটি ঘুড়ি উড়িয়েছিল — The man flew the kite. 
  16. আমি একটা বই কিনেছিলাম – I bought a book, 
  17. আমরা তাকে দেখেছিলাম – We saw him. 
  18. সে গতকাল এসেছিল – He came yesterday. 
  19. জলি দুধ পান করেছিল – Jolly drank milk. 
  20. আঙ্গুরগুলাে টক ছিল – The grapes were sour. 
  21. সে আমটি খেয়েছিল – He ate the mango. 
  22. তুমি সত্য বলেছিলে — You spoke the truth.
  23. সে বলটি লাথি মেরেছিল – He kicked the ball. 
  24. আকবর একটি চিঠি লিখেছিল—Akbar wrote a letter. 
  25. তিনি বাজারে গিয়েছেন – He went to market. 
  26. কলমটি লাল ছিল — The pen was red. 
  27. ওরা দুষ্ট ছিল — They were naughty. 
  28. আপনি এখানে এসেছিলেন – You came here. 
  29. করিম বিশ্বস্ত ছিল – Karim was faithful. 
  30. মিনু বুদ্ধিমতী ছিল – Minu was intelligent. 
  31. সে ব্যস্ত ছিল – He was busy. 
  32. তুমি অসুস্থ ছিলে — You were sick/ill. 
  33. এক যে ছিল রাজা – There was a king. 
  34. ফুলগুলাে তাজা ছিল — The flowers were fresh. 
  35. আমি আজ সকালে এসেছি – I came this morning. 
  36. ছেলেটা বােকা ছিল — The boy was foolish. 
  37. আমি একটি ছাতা কিনেছিলাম – I bought an umbrella. 
  38. আমরা সকালে রওনা হলাম – We started in the morning.
  39. আমি নদীতে গােসল করলাম – I took bath in the river. 
  40. পলি চারটি আম কিনেছিল – Poly bought four mangoes. 
  41. তিনি গত রাতে বাড়ি গিয়েছেন – He went home last night. 
  42. সিংহটি খাঁচার ভেতর ছিল – The lion was in the cage. 
  43. শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন – ‘The teacher advised us. 
  44. আমরা সমস্যাটি সমাধান করেছিলাম – We solved the problem. 
  45. বালিকাটি গত সােমবার একটি চিঠি লিখেছিল — The girl wrote a letter last Monday.
  46. ছেলেরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিল — The students were present in the school, 
  47. আমরা লােকটিকে দেখি নাই – We didn’t see the man. 
  48. তারা মাঠে যায় নাই – They didn’t go to field. 
  49. আমরা ইহা জানতাম না – We did not know it. 
  50. সে ঝগড়া করছিল না – He didn’t quarrel. 
  51. অনন্ত বেড়াতে যায়নি – Ananto didn’t go for a walk, 
  52. সে সময়মতাে পেছিল না – He didn’t reach in time. 
  53. আমি এটা পছন্দ করলাম না – I didn’t like it. 
  54. কেউই আমাকে সাহায্য করতে আসে নাই – Nobody came to help me. 
  55. তােমরা অসহায় ছিলে না – You weren’t helpless. 
  56. তুমি সাহসী ছিলে না – You weren’t brave. 
  57. তারা দয়ালু ছিল না – They weren’t kind. 
  58. আমরা বাইরে গেলাম না – We didn’t go out. 
  59. তােমরা সময় চাইলে না – You didn’t want time. 
  60. আমি সুস্থ ছিলাম না – I wasn’t well. 
  61. আমরা উপস্থিত ছিলাম না – We weren’t present. 
  62. করিম গতকাল আসেনি – Karim didn’t come yesterday.
  63. তােমরা আমাকে সাহায্য করনি – You didn’t help me.
  64. মহিলাটি মিথ্যা কথা বললাে না – The woman didn’t tell a lie. 
  65. তাহারা ক্লাসে গােলমাল করেনি – They didn’t make a noise in the class. 
  66. তারা ঘরটা তৈরি করল না – They didn’t make the house. 
  67. তুমি কি ভাত খেয়েছিলে? – Did you eat rice? 
  68. তুমি কি তাকে টাকা দিয়েছিলে? – Did you give him money? 
  69. সে কি গাভিটি বিক্রি করেছিল? – Did he sell the cow? 
  70. তুমি কি বইটা কিনেছিলে? – Did you buy the book? 
  71. তুমি কি ঢাকা গিয়েছিলে? – Did you go to Dhaka? 
  72. তারা কি ফুঠবল খেলেছিল? – Did they play football? 
  73. সে (স্ত্রী) কি জ্বরে ভুগেছিল? – Did she suffer from fever? 
  74. বনি কি স্কুলে যায়নি?—Didn’t Bony go to school? 
  75. তােমরা কি তাকে সাহায্য করনি? – Did you not help him? 
  76. বালকটি কি পড়া শিখেনি? – Didn’t the boy learn lesson? 
  77. আমি কি তােমাকে একটি বই দিয়েছিলাম? – Did I give you a book? 
  78. ড. মুহম্মদ ইউনুছ কি পেয়েছেন? – What Dr. Mohammad Younus got? 
  79. ফুলগুলাে কি লাল ছিল না?—Were the flowers not red? 
  80. তিনি কি ঔষধ খেয়েছিলেন?—Did he take medicine? 
  81. আপনি কি সেখানে গিয়েছিলেন?—Did you go there? 
  82. সে কি আমটি খেয়েছিল?—Did he eat the mango? 
  83. তাহারা কি গিয়েছিল? – Did they go? 
  84. তুমি কি তাকে টাকা দিয়েছিলে? – Did you give him money? 
  85. আঙ্গুরগুলাে টক ছিল – ‘The grapes were sour.
Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now