ইংরেজিতে প্রশ্ন করার নিয়ম

ইংরেজিতে প্রশ্ন করার নিয়ম

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

এই এপিসোডে ইংরেজিতে প্রশ্ন করার নিয়মাবলী শিখতে পারবেন। শুরুতে Wh-word গুলো তুলে ধরা হলো এবং পরবর্তী এপিসোডে অসংখ্য উদাহরণ বাংলা অর্থসহ তুলে ধরা হলো। 

For what = কি জন্য?

gif ads design 70

From what = কি থেকে ?

By what = কিসের দ্বারা ?

After what = কিসের পরে ?

Under what = কিসের নিচে ? 

Beside what =কিসের পার্শ্বে ?

What else = আর কি ?

For whom = কার জন্য ?

With whom = কার সাথে ?

Before whom = কার আগে ?

Without whom =কাকে ছাড়া?

Under whom = কার অধীনে?

From when =কখন থেকে?

In which X = কোন X –টির মধ্যে?

Before which X = কোন X –টির আগে?

Under which X = কোন X –টির নিচে?

From which X = কোন X –টির থেকে?  

Before which X = কোন X –টির আগে?  

In whose X = কার X –টির মধ্যে?

Under whose X = কার X –টির নিচে?

From whose X = কার X –টির থেকে?

ইংরেজিতে প্রশ্ন করার নিয়ম

Before whose X = কার X –টির আগে?

Whenever = যখনই হোক না কেন।

Whoever = যেই হোক না কেন।

Whosoever = যার টিই হোক না কেন।

With what = কিসের সঙ্গে/ কি দিয়ে?

Without what = কি ছাড়া?

Before what = কিসের আগে?

On what = কিসের অপরে?

In what = কিসের মধ্যে?

So what = তাতে কি?

Who else = আর কে?

To whom = কার আছে?

Beside whom = কার পার্শ্বে?

After whom = কার পরে?

Against whom = কার বিরুদ্ধে?

From where = কোথা থেকে?

By which X = কোন X –টির দ্বারা?  

On which X = কোন X –টির উপরে?

How many = কতগুলো?

About whose X = কোন X –টির সম্বন্ধে?

Without which X = কোন –টি ছাড়া?  

ইংরেজিতে প্রশ্ন করার নিয়ম

By whose X = কার X –টির দ্বারা?

On whose X = কার X –টির উপরে?

About whose X = কার X –টির সম্বন্ধে?

Without whose X = কার X –টি ছাড়া?

Whatever = যাই হোক না কেন ।

Wherever = যেখানেই হোক না কেন।

Whichever = যেটিই হোক না কেন।

How many = কতগুলো?

How much = কতটুকু?

How long = কতক্ষণ?

How far = কত দূর?

How come = তা কি করে হয়?

How after = কতবার/কতদিন পর পর?

How dare = কত সাহস?

How rare = কত দুর্লভ?

Negative Contractions:

Am + not = Aren’t/Ain’t/Am not

Is + not = Isn’t (ইজন্ট)

Are + not = Aren’t

Was + not + Wasn’t

Were + not = Weren’t (অয়ান্ট)

Shall + not = Shan’t (শান্ট)

Will + not = Won’t (ঔন্ট)

Can + not = Can’t/Cannot

Could + not = Couldn’t

Would + not = Wouldn’t

Should + not = Shouldn’t

Ought + not = Oughtn’t (অটন্ট)

Must + not = Mustn’t (মাসন্ট)

May + not = Mayn’t (মেইন্ট)

Might + not = Mightn’t (মাইটন্ট)

Need + not = Needn’t

Dare + not = Daren’t (ড্যারন্ট)

Do + not + don’t (ডৌন্ট)

Does + not = Doesn’t (ডাজন্ট)

Have + not = Haven’t (হ্যাভন্ট)/ Don’t have

Has + not = Hasn’t (হ্যাজন্ট)/ Doesn’t have

Had + not = Hadn’t (হ্যাডন্ট) Didn’t have

Will + not + have = Won’t have (ঔন্ট)

Wh Question করার নিয়ম

1. What? = কী? = What do you want?- Nothing.

2. Why? = কেন? = Why are you here? – To meet my aunt.

3. Whom = কাকে? = Whom do you want to talk? – Your Boss.

4. How? = কিভাবে?/কেমন? = How far is it from here?- Not so far.

5. Where? = কোথায়? = Where di you go yesterday? – National Park.

6. When? = কখন? = When will you call me? – At 10 PM today.

7. Which? = কোনটি? = Which shirt do you want?- This shirt please.

8. Whose? = কার? = Whose house is this? – This is my house.

9. Who? = কে? = Who called you? – Mom.

10. Who? =কারা?/কে কে?  = Who are they in the in playground? – They are students.

11. How Many? = কতগুলো? = How many pens do you want? – Just one please.

12. How Much? = কতটুকু/ কি পরিমাণ? = How much sugar do you need now? – Just one Kilo.

13. How Often? = কত দিন / কত সময় পর পর? = How often do you go your village home? – 2 times in a year.

14. How Far? = কত দূর? = How far is Dhaka from here?- 120 Kilometer.

15. How Slow? = কত ধীর গতি?/ কত ধীরে? = How slow you are walking! – I sorry. I am very sick today.

16. How Long? = কতক্ষণ? = How long will it take to reach there?- 20 Minutes.

17. How Fast? = কত দ্রুত? = How fast can you swim?- I can swim very fast.

18. How Dare? = কত সাহস?/কোন সাহসে? = How dare you say that? – I am really sorry.

19. How quickly? = কত দ্রুত? = How quickly can you repait the TV?- I don’t know.

20. At Which Age? = কত বছর বয়সে? = At which age did you come here? – At 12.

21. What Kind? = কোন ধরনের? (বস্তুর ক্ষেত্রে) = What kind of Phone Oppo is? – Camera phone.

22. What type? = কোন ধরনের? (ব্যাক্তির ক্ষেত্রে) = What type of man he is? – Very interesting.

23. What Time? = সময় কত?/কয়টার সময়? = What time should we start the meeting? – At 10 AM.

24. What else? = আর কি কি? = What else do you want to buy? -Nothing.

25. For what? = কিসের জন্য? = For what did you say that? -It was slip of my tongue.

26. At which place? = কোন জায়গায়? (ছোট জায়গা বুঝাতে) = At which place should we take rest?- Here

27. In which place? = কোন জায়গায়? (বড় জায়গা বুঝাতে) = In which place do the live?- Chittagong.

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now