এই লেসন যা থাকছেঃ
এই লেসনে আপনি শিখতে যাচ্ছেন কিভাবে Simple Tense দিয়ে হ্যাঁ বোধক / না বোধক বাক্য এবং প্রশ্ন তৈরী ও প্রশ্নের উত্তর দেয়া শিখবেন। 

  • Present Simple
  • Past Simple &
  • Future Future

নির্দেশনা

এই লেসন টি ৩টি ধাপে বিভক্ত। 

১ম ধাপঃ প্রথম ধাপে শিখবেন কিভাবে হ্যাঁ বোধক/না বোধক বাক্য তৈরী করবেন। 

২য় ধাপঃ দ্বিতীয় ধাপে শিখবেন কিভাবে Yes/No প্রশ্ন করতে হয় এবং তার উত্তর দেয়া।

৩য় ধাপঃ তৃতীয় ধাপে শিখবেন কিভাবে Wh-Question করতে হয় এবং তার উত্তর কিভাবে দিবেন। 

এখন শুরু করা যাক……

AFFIRMATIVE & NEGATIVE

Sub

Verb

Ext


I

(go)
(went)
(will go)


to work.

Example:
I go to work (আমি কাজে যায়।)
I went to work (আমি কাজে গিয়েছিলাম।)
I will go to work (আমি কাজে যাব।)

Negative Structures:

Sub

Neg-Aux

Verb + Ext


I

don’t
didn’t
won’t


go + to work.

Example:
I  don’t go to work (আমি কাজে যায় না।)
I didn’t to work (আমি কাজে যায়নি।)
I won’t go to work (আমি কাজে যাব না।)

Examples

1. The sun rises in the east.
2. Squirrels store nuts for the winter.
3. She gets up early in the morning.
4. Rivers flow towards the ocean.
5. My mom cooks delicious food.
6. John works in the field.
7. I like my English teacher.
8. Dogs are very faithful animals.
9. You live in Canada.
10. She eats healthy food.
11. My dad works in America.
12. Merry and I go to the mall every Saturday
13. James brushes her teeth regularly.
14. He loves to play football every Sunday.
15. He goes to school.
16. Emily sings a good song.
17. Do you work hard on exams?
18. Do you read books daily?
19. Do other friends also come to you?
20. A Camel carries travelers through the ocean.

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০১

I go to work.  আমি কাজে যায়।
I don’t go to work আমি কাজে যায় না।

I went to work. আমি কাজে গিয়েছিলাম।
I didn’t go to work.  আমি কাজে যায় নি।

I will go to work. আমি কাজে যাবো। 
I won’t go to work. আমি কাজে যাবো না।

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০২

Rima waits for me. রিমা আমার জন্য অপেক্ষা করে।
Rima doesn’t wait for me.  রিমা আমার জন্য অপেক্ষা করে না।

Rima waited for me. রিমা আমার জন্য অপেক্ষা করেছিল।
Rima didn’t wait for me. রিমা আমার জন্য অপেক্ষা করে নি।

Rima will wait for me. রিমা আমার জন্য অপেক্ষা করবে।
Rima won’t wait for me.  রিমা আমার জন্য অপেক্ষা করবে না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০৩

I walk in the morning. আমি সকালে হাঁটি।
I don’t walk in the morning. আমি সকালে হাঁটি না।

I walked in the morning. আমি সকালে হেঁটেছিলাম।
I didn’t walk in the morning. আমি সকালে হাঁটি না।

I will walk in the morning. আমি সকালে হাঁটবো।
I won’t walk in the morning. আমি সকালে হাঁটবো না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০৪

Mukta learns English. মুক্তা ইংরেজি শিখে।
Mukta doesn’t learn English. মুক্তা ইংরেজি শিখে না।

Mukta learnt English. মুক্তা ইংরেজি শিখেছিল।
Mukta didn’t learn English. মুক্তা ইংরেজি শিখে নি।

Mukta will learn English. মুক্তা ইংরেজি শিখবে।
Mukta won’t learn English. মুক্তা ইংরেজি শিখবে না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০৫

They play cricket. তারা ক্রিকেট খেলে।
They don’t play cricket. তারা ক্রিকেট খেলে না।

They played cricket. তারা ক্রিকেট খেলেছিল।
They didn’t play cricket. তারা ক্রিকেট খেলে নি।

They will play cricket. তারা ক্রিকেট খেলবে।
They won’t play cricket. তারা ক্রিকেট খেলবে না।

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০৬

We catch Fishes. আমরা মাছ ধরি।

We don’t catch fishes. আমরা মাছ ধরি না।

We caught Fishes. আমরা মাছ ধরেছিলাম।
We didn’t catch fishes. আমরা মাছ ধরি নি।

We will catch Fishes. আমরা মাছ ধরবো।
We won’t catch fishes. আমরা মাছ ধরবো না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০৭

I sew a dress. আমি একটি জামা সেলাই করি।
I don’t sew a dress. আমি একটা জামা সেলাই করি না।

I sewed a dress. আমি একটি জামা সেলাই করেছিলাম। 
I didn’t sew a dress. আমি একটা জামা সেলাই করি নি।

I shall sew a dress. আমি একটি জামা সেলাই করবো।
I will sew a dress. আমি একটা জামা সেলাই করবো। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০৮

Rusha sings songs. রুসা গান করে।
Rusha doesn’t sing songs. রুসা গান করে না।

Rusha sang songs. রুসা গান করেছিল।
Rusha didn’t sing songs. রুসা গান করে নি।

Rusha will sing songs. রুসা গান করবে।
Rusha won’t sing songs. রুসা গান করবে না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

০৯

Rahul sleeps at this time. রাহুল এইসময় টাতে ঘুমায়।
Rahul doesn’t sleep at this time. রাহুল এই সময়ে ঘুমায় না।

Rahul slept at this time. রাহুল এইসময় টাতে ঘুমিয়েছিল।
Rahul didn’t sleep at this time. রাহুল এই সময়ে ঘুমায় নি।

Rahul will sleep at this time. রাহুল এইসময় টাতে ঘুমাবে।
Rahul won’t sleep at this time. রাহুল এই সময়ে ঘুমাবে না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

১০

Minu swims in the river. মিনু নদীতে সাঁতার কাটে।
Minu doesn’t swim in the river. মিনা নদীতে সাঁতার কাটে না।

Minu swam in the river. মিনু নদীতে সাঁতার কেটেছিল।
Minu didn’t swim in the river. মিনু নদীতে সাঁতার কাটে নি।

Minu will swim in the river. মিনু নদীতে সাঁতার কাটবে।
Minu won’t swim in the river. মিনু নদীতে সাঁতার কাটবে না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

১১

Minu swims in the river. মিনু নদীতে সাঁতার কাটে।
Minu doesn’t swim in the river. মিনা নদীতে সাঁতার কাটে না।

Minu swam in the river. মিনু নদীতে সাঁতার কেটেছিল।
Minu didn’t swim in the river. মিনু নদীতে সাঁতার কাটে নি।

Minu will swim in the river. মিনু নদীতে সাঁতার কাটবে।
Minu won’t swim in the river. মিনু নদীতে সাঁতার কাটবে না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

১২

Sultan draws a picture. সুলতান একটি ছবি আকেঁ।
Sultan doesn’t draw a picture. সুলতান একটি ছবি আঁকে না। 

Sultan drew a picture. সুলতান একটি ছবি এঁকেছিল। 
Sultan didn’t draw a picture. সুলতান একটি ছবি আঁকে নি। 

Sultan will draw a picture. সুলতান একটি ছবি আকঁবে।
Sultan won’t draw a picture. সুলতান একটি ছবি আকবে না। 

প্র্যাকটিস | হ্যা বোধক/না বোধক

১৩

I come here. আমি এখানে আসি।
I don’t come. আমি আসি না।

I came here. আমি এখানে এসেছিল।
I didn’t come. আমি আসি নি।

I Will come here. আমি এখানে আসবো।
I won’t come. আমি আসবো না। 

YES/NO Questions

Aux

Sub

Verb

Ext

Do/Don’t
Did/Didn’t
Will/Won’t


You


(come)


here?

যেভাবে Answer দিবেন:

Sub

Verb

Ext

Yes, I

come
came
will come

here

No, I

don’t come
didn’t come
won’t come

here

এবার নিচের Yes/No Question গুলো প্র্যাকটিস করে ফেলুন। 

প্র্যাকটিস-হ্যা/না বোধক প্রশ্নোত্তর

১৪

Do you come here? তুমি কি এখানে আসো?
Yes, I come there. হ্যাঁ,আমি এখানে আসি।

Don’t you come here? তুমি কি এখানে আসো না?
No, I don’t come there. না,আমি এখানে আসি না।

Did you come here? তুমি কি এখানে এসেছিলে?
Yes, I came there. হ্যাঁ,আমি এখানে এসেছিলাম।

Didn’t you come here? তুমি কি এখানে আসতে না?
No, I didn’t come there. না,আমি এখানে আসতাম না।

Will you come here? তুমি কি এখানে আসবে?
Yes, I will come there. হ্যাঁ,আমি এখানে আসবো।

Won’t you come here? তুমি কি এখানে আসবে না?
No, I shan’t come there. না,আমি এখানে আসবো না।

প্র্যাকটিস-হ্যা/না বোধক প্রশ্নোত্তর

১৫

Do you sew dress? তুমি কি জামা সেলাই করো?
Yes, I sew a dress. হ্যাঁ,আমি একটি জামা সেলাই করি।

Don’t you sew dress? তুমি কি জামা সেলাই করো না?
No, I don’t sew a dress. না,আমি একটি জামা সেলাই করি না।

Did you sew dress? তুমি কি জামা সেলাই করেছিলে?
Yes, I sewed a dress. হ্যাঁ,আমি একটি জামা সেলাই করেছিলাম।

Didn’t you sew dress? তুমি কি জামা সেলাই করো নি?
No, I didn’t sew a dress. না,আমি একটি জামা সেলাই করি নি।

Will you sew dress? তুমি কি জামা সেলাই করবে?
Yes, I shall sew a dress. আমি একটি জামা সেলাই করবো।

Won’t you sew dress? তুমি কি জামা সেলাই করবে না?
No, I shan’t sew a dress.না,আমি একটি জামা সেলাই করবো না।

প্র্যাকটিস-হ্যা/না বোধক প্রশ্নোত্তর

১৬

Does Rusha sing songs? রুসা কি গান করে?
Yes, Rusha sings songs. হ্যাঁ,রুসা গান করে।

Doesn’t Rusha sing songs? রুসা কি গান করে না?
No, Rusha doesn’t sing songs.না,রুসা গান করে না।

Did Rusha sing songs? রুসা কি গান  করেছিল?
Yes, Rusha sang songs. রুসা গান করেছিল।

Didn’t Rusha sing songs? রুসা কি গান করে নি?
No, Rusha didn’t sing songs.না,রুসা গান করে নি।

Will Rusha sing songs? রুসা কি গান করবে?
Yes, Rusha will sing songs. হ্যাঁ, রুসা গান করবে।

Won’t Rusha sing songs? রুসা কি গান করবে না?
No, Rusha won’t sing songs. না,রুসা গান করবে না।

প্র্যাকটিস-হ্যা/না বোধক প্রশ্নোত্তর

১৭

Does Rahul sleep at this time?  রাহুল কি এইসময় টাতে ঘুমায়?
Yes, Rahul sleeps at this time. হ্যাঁ,রাহুল এইসময় টাতে ঘুমায়।

Doesn’t Rahul sleep at this time? রাহুল কি এইসময় টাতে ঘুমায় না?
No, Rahul doesn’t sleep at this time. না,রাহুল এইসময় টাতে ঘুমায় না।

Did Rahul sleep at this time yesterday? রাহুল কি গতকাল এইসময় টাতে ঘুমিয়েছিল?
Yes, Rahul slept at this time yesterday. হ্যা,রাহুল গতকাল এইসময় টাতে ঘুমিয়েছিল।

Didn’t Rahul sleep at this time yesterday? রাহুল কি গতকাল এইসময় টাতে ঘুমায় নি?
No, Rahul didn’t sleep at this time yesterday. না,রাহুল গতকাল এইসময় টাতে ঘুমায় নি।

Will Rahul sleep at this time tomorrow? রাহুল কি আগামীকাল এইসময় টাতে ঘুমাবে?
Yes, Rahul will sleep at this time tomorrow. হ্যাঁ,রাহুল আগামীকাল এইসময় টাতে ঘুমাবে।

Won’t Rahul sleep at this time? রাহুল কি এইসময় টাতে ঘুমাবে না?
No, Rahul won’t sleep at this time. না,রাহুল এইসময় টাতে ঘুমাবে না।

প্র্যাকটিস-হ্যা/না বোধক প্রশ্নোত্তর

১৮

Does Minu swim in the river?. মিনু কি নদীতে সাঁতার কাটে?
Yes, Minu swim in the river. হ্যাঁ,মিনু নদীতে সাঁতার কাটে।

Doesn’t Minu swim in the river? মিনু কি নদীতে সাঁতার কাটে না?
No, Minu doesn’t swim in the river. না,মিনু নদীতে সাঁতার কাটে না।

Did Minu swim in the river?. মিনু কি নদীতে সাঁতার কেটেছিল?
Yes, Minu swam in the river. হ্যাঁ,মিনু নদীতে সাঁতার কেটেছিল।

Didn’t Minu swim in the river? মিনু কি নদীতে সাঁতার কাটে নি?
No, Minu didn’t swim in the river. না,মিনু নদীতে সাঁতার কাটে নি।

Will Minu swim in the river?. মিনু কি নদীতে সাঁতার কাটবে?
Yes, Minu will swim in the river. হ্যাঁ,মিনু নদীতে সাঁতার কাটবে।

Won’t Minu swim in the river? মিনু কি নদীতে সাঁতার কাটবে না?
No, Minu won’t swim in the river. না,মিনু নদীতে সাঁতার কাটবে না।

প্র্যাকটিস-হ্যা/না বোধক প্রশ্নোত্তর

১৯

Does Sultan draw a picture? সুলতান কি একটি ছবি আকেঁ?
Yes, Sultan draw a picture. হ্যাঁ,সুলতান একটি ছবি আকেঁ।

Doesn’t Sultan draw a picture? সুলতান কি একটি ছবি আকেঁ না?
No, Sultan doesn’t draw a picture. না,সুলতান একটি ছবি আকেঁ না।

Did Sultan draw a picture? সুলতান কি একটি ছবি এঁকেছিল?
Yes, Sultan drew a picture. হ্যাঁ,সুলতান একটি ছবি এঁকেছিল।

Didn’t Sultan draw a picture? সুলতান কি একটি ছবি আঁকে নি?
No, Sultan didn’t draw a picture. না,সুলতান একটি ছবি আঁকে নি।

Will Sultan draw a picture? সুলতান কি একটি ছবি আকঁবে?
Yes, Sultan will draw a picture. হ্যাঁ,সুলতান একটি ছবি আকঁবে।

Won’t Sultan draw a picture?  সুলতান কি একটি ছবি আকঁবে না?
No, Sultan won’t draw a picture.   না,সুলতান একটি ছবি আকঁবে না।

প্র্যাকটিস-হ্যা/না বোধক প্রশ্নোত্তর

২০

Do you catch fish? তোমরা কি মাছ ধরো?
Yes, we catche Fish. হ্যাঁ,আমরা মাছ ধরি।

Don’t you catch fish? তোমরা কি মাছ ধরো না?
No, we don’t catch fish. না,আমরা মাছ ধরবো না।

Did you catch fish? তোমরা কি মাছ ধরেছিল?
Yes, we caught Fish. হ্যাঁ,আমরা মাছ ধরেছিলাম।

Didn’t you catch fish? তোমরা কি মাছ ধরো নি?
No, we didn’t catch fish. না,আমরা মাছ ধরি নি।

Will you catch fish? তোমরা কি মাছ ধরবে?
Yes, we will catch Fish. হ্যাঁ,আমরা মাছ ধরবো।

Won’t you catch fish? তোমরা কি মাছ ধরবে না?
No, we won’t catch fish. না, আমরা মাছ ধরবো না।

WH-QUESTIONS (প্রশ্নবোধক বাক্য)

এবার নিচের WH-Question গুলো প্র্যাকটিস করে ফেলুন। 

Why do you come here? তুমি কেন এখানে আসো?
I come here for meeting my aunt. আমি এখানে আমার আন্টির সাথে দেখা করতে আসি।

Why don’t you come here? তুমি কেন এখানে আসো না?
l don’t come here because I don’t like the place. আমি এখানে আসি না কারণ আমি জায়গা টা তেমন পছন্দ করি না।

Why did you come here? তুমি কেন এখানে এসেছিলে?
I came here for meeting my aunt. আমি এখানে আমার আন্টির সাথে দেখা করতে এসেছিলাম।

Why didn’t you come here? তুমি কেন এখানে আসো নি?
I didn’t come here because I had to do another work. না,আমি এখানে আসি নি কারণ আমার অন্য কাজ করতে হতো।

Why will you come here?  তুমি কেন এখানে আসবে?
I will come here for meeting my aunt. আমি এখানে আমার আন্টির সাথে দেখা করতে আসবো।

Why won’t you come here? তুমি কেন এখানে আসবে না?
I won’t come here because I will to go to Dhaka tomorrow. আমি এখানে আসবো না কারণ আমি আগামী কাল ঢাকা যাবো।

Why does Minu swim in the river?. মিনু কেনো নদীতে সাঁতার কাটে?
Minu swims in the river because she can swim. মিনু নদীতে সাঁতার কাটে কারণ সে সাঁতার পারে।

When does minu swim in the river? মিনু কখন নদীতে সাঁতার কাটে?
Minu swim in the river in her leisure time. মিনু তার অবসর সময়ে নদীতে সাঁতার কাটে।

Where does minu swim? মিনু কোথায় সাঁতার কাটে?
Minu swims in the river. মিনু নদীতে সাঁতার কাটে।


Why doesn’t Minu swim in the river? মিনু কেনো নদীতে সাঁতার কাটে না?
Minu doesn’t swim in the river because she doesn’t know how to swim. মিনু নদীতে সাঁতার কাটে না কারণ সে সাঁতার কাটতে জানে না।

When did Minu swim in the river?. মিনু কখন নদীতে সাঁতার কেটেছিল?
Minu swam in the river in the morning. মিনু সকালে নদীতে সাঁতার কেটেছিল।

Why didn’t Minu swim in the river? মিনু কেন নদীতে সাঁতার কাটে নি?
Minu didn’t swim in the river because she didn’t know how to swim. মিনু নদীতে সাঁতার কাটে নি কারণ সে সাঁতার কাটতে জানতো না।

When will Minu swim in the river?.মিনু কখন নদীতে সাঁতার কাটবে?
Minu will swim in the river in the afternoon. মিনু বিকেলে নদীতে সাঁতার কাটবে।

Why won’t Minu swim in the river? মিনু কেনো নদীতে সাঁতার কাটবে না?
Minu won’t swim in the river because she has a Cold.মিনু নদীতে সাঁতার কাটবে না কারণ তার ঠান্ডা লেগেছে।

Why does Sultan draw a picture? সুলতান কেন একটি ছবি আকেঁ?
Sultan draws a picture because he likes to do painting. সুলতান একটি ছবি আকেঁ কারণ সে ছবি আকঁতে পছন্দ করে।

Why doesn’t Sultan draw a picture? সুলতান কেন একটি ছবি আকেঁ না?
Sultan doesn’t draw a picture because he doesn’t have enough time for it. সুলতান একটি ছবি আকেঁ না কারণ এটার জন্যে তার পর্যাপ্ত পরিমাণে সময় নেই।

Where did Sultan draw a picture? সুলতান কোথায় একটি ছবি এঁকেছিল?
Sultan drew a picture in his school. সুলতান তার স্কুলে একটি ছবি এঁকেছিল।

When didn’t Sultan draw a picture? সুলতান কখন একটি ছবি আকে নি?
Sultan didn’t draw a picture at this time. সুলতান এই সময়ে একটি ছবি আঁকে নি।

Why will Sultan draw a picture? সুলতান কেন একটি ছবি আকঁবে?
Sultan will draw a picture because his exhibition is coming soon. সুলতান একটি ছবি আকঁবে কারণ সামনেই তার প্রর্দশনি।

Why won’t Sultan draw a picture? সুলতান কেন একটি ছবি আকঁবে না?
Sultan won’t draw a picture because he doesn’t like to draw. সুলতান একটি ছবি আকঁবে না কারণ সে আঁকতে পছন্দ করে না।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now