ফ্রিল্যান্সিং শিখুন
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইড (এ-টু-জেড)
আমি আজিজ মুরাদ, অনলাইন স্পোকেন ইংলিশ ট্রেইনার, Fiverr মার্কেটপ্লেসে Part Time Article রাইটার, Fiverr অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল English Test গিভার. আমি অনলাইন স্কিল ডেভেলাপমেন্ট নিয়ে কাজ করছি, শত শত মানুষকে ফাইভার ফ্রিল্যান্সিং-এ হেল্প করছি, আমার এই ইনফরমেশন কাজে লাগিয়ে আপনি যদি আপনার হালাল রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেন, তাতে আমার তো কোন ক্ষতি নেই, এতে বিন্দুমাত্র কোন সন্দেহ নেই, আছে কি?? না না না। তাই, আমি চাই আপনিও ঘরে বসে কিছু একটা করুন, নিজের পথ নিজে ধরুন, অন্যজনের কাঁধে ভর দিয়ে চলা ছাড়ুন, মা-বাবার বোঝা হালকা করুন। নিচে ফ্রিল্যান্সিং-এর গাইড সহ বাংলাদেশের প্রধান প্রধান ই-লার্নিং প্লাটফর্মের গুরুত্বপূর্ণ ও সফল কোর্স গুলো আপনার সামনে প্রেজেন্ট করবো। মনোযোগ দিয়ে এই আর্টিকেলটা পড়ুন, ফ্রিল্যান্স সম্পর্কে জানুন, ক্যাটাগরি থেকে আপনার পছন্দের স্কিল খুজে বের করুন। প্রয়োজনে কোর্স করুন, ঘরে বসে কিছু একটা করুন।
সবাই তথাকথিত সরকারী বেসরকারী ট্রেডিশনাল জব করতে পারবে এমন কোন কথা নেই। করতে হবেই বা কেন? নতুন নতুন যুগে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হবে আজ থেকে ৫ বছর পর বর্তমানের অনেক জব হারিয়ে যাবে, আবার এমন সব নতুন নতুন জব আসবে আমরা কল্পনাও করতে পারিনা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা পুরাতনকে নিয়ে আঁকড়ে ধরি নতুন সম্ভাবনার পথ হারিয়ে ফেলি।
আপনি কি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান? ঘরে বসে বিদেশী কোম্পানীতে চাকুরী করতে চান? আপনাকে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনার কি কি দরকার?
১। কমপক্ষে ১টি বিষয়ে স্কিল থাকতে হবে (একাধিক স্কিল থাকলে প্লাস পয়েন্ট)।
২। বিদেশী বায়ারদের সাথে ইংলিশ কমিউনিকেশনে পারদর্শী হতে হবে।
৩। বিভিন্ন মার্কেটপ্লেসের (কাজের সাইট) A-Z ধারণা থাকতে হবে। যেমনঃ এ্যাকাউন্ট খোলা থেকে- কাজ পাওয়া-কাজের ডেলিভারী- পেমেন্ট মেথড ইত্যাদি ইত্যাদি।
৪। লাইফ টাইম লার্নিং ও রিসার্চের মানসিকতা থাকতে হবে।
৫। প্রয়োজনীয় ডিভাইসঃ কম্পিউটার/ল্যাপটপ + ইন্টারনেট কানেকশন।
উপরিউক্ত বিষয়গুলো ইতোমধ্যে আপনার মধ্যে থাকলে আপনি মার্কেটপ্লেসে নিজে নিজেও কাজ করতে পারবেন। আপনি যদি এই বিষয়গুলোতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলেও কোন সমস্যা নেই, ধীরে ধীরে এই স্কিল গুলো ডেভেলাপ করুন।
ফ্রিল্যান্সিং শুরু করতে আপনার করণীয় কি?
১। সর্ব প্রথম যেকোন ১টি বিষয়ে স্কিল কোর্স করে আপনার স্কিলটি ডেভেলাপ করুন। প্রচুর প্র্যাক্টিস করুন, প্রচুর সেম্পল, কাজের ডেমো, পোর্টফোলিও তৈরী করুন। (পরে আরো ভিন্ন স্কিল অ্যাড করতে পারবেন। )
২। কাজের কনফিডেন্স গ্রো হলে মেন্টরের হেল্প নিয়ে মার্কেট প্লেসে এ্যাকাউন্ট খুলুন, প্রয়োজনে আলাদা মার্কেটপ্লেসের (A-Z) কোর্স করুন।
৩। বায়ারের এক্সপেক্টশন অনুযায়ী কাজ করুন, টাইমলি কাজের ডেলিভারী দিন, দিন দিন আপনার স্কিল আরোও ইম্প্রোভ করুন।
৪। নিয়মিত নতুন নতুন কিছু শিখুন, রিসার্চ করুন, কাজের সাথে লেগে থাকুন।
স্কিলগুলো কোথায় থেকে শিখবেন?
নিচে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্কিলের কোর্স + স্পোকেন ইংলিশ/ইংলিশ কমিউনিকেশন কোর্স +বিভিন্ন মার্কেটপ্লেসের (A-Z লেসন বিশিষ্ট ) কোর্স লিংক পেয়ে যাবেন। প্রতিটা কোর্সে মেন্টরের নির্দেশনা, গাইড ও প্রাইভেট সাপোর্ট গ্রুপ পাবেন।
কোন স্কিল ডেভেলাপ করবেন?
১। কোন Skill ডেভেলাপ করবেন আগে সিদ্ধান্ত নিন, প্রয়োজনে কোর্স ক্যাটগরিগুলো রিসার্চ করুন।
২। যে কোর্সটি নিতে চান কোর্স লিংকটি ক্লিক করুন, প্রতিটা কোর্সেই Introduction সহ ৩/৪ টা ভিডিও লেসন ওপেন থাকে, লেসন গুলো মনোযোগ দিয়ে দেখুন। কোন কাজের কিরকম ডিমান্ড ও কি পরিমান আর্নিং করতে পারবেন তা জানতে হলে প্রতিটা কোর্সের শুরুর ৩/৪ ফ্রি ভিডিও লেসন গুলো দেখুন, একটা আইডিয়া পাবেন। কোর্স ডেস্ক্রিপ্সন ও কোর্স কারিকুলাম পড়ুন, কোর্স রিভিও পড়ুন, পছন্দ হলে “Buy Now/Enroll Now” বাটনে ক্লিক করুন, কোর্স প্লার্টফর্মে অ্যাকাউন্ট খুলুন ফাইনালি বিকাশ/নগদ/রকেট ইত্যাদি ইত্যাদি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কোর্স কিনে ফেলুন। কোর্সের ID Pass সেইভ রাখুন।
৩। কোর্স কিনতে ঝামেলা লাগলে আপনার নাম, মোবাইল নাম্বার, ভেলিড ইমেল আমাদের WhatsApp -এ সেন্ড করুন। আমরা কোর্স কিনে আপনাকে কোর্স Access পাঠিয়ে দিব।
বিঃদ্রঃ লিংক থেকে কোর্স কিনতে কোন সমস্যা হলে, কি করবেন কনফিউজড বা যেকোন পরামর্শ নিতে ফোন করুন: Hello: +88-01814 320 756 বা WhatsApp-এ মেসেজ করুন।
কোর্স সমূহঃ
টপ সেল কোর্স সমূহঃ
- The Book of Fiverr-Freelancing A2Z By Rifat M Huq
- Data Entry Basic to Advanced By Md Rupoque
- ইমেইল টেমপ্লেট ডিজাইনে পাণ্ডিত্য By Tisat Fatema Tia
- Digital Marketing for Bosses By Joyeta Banerjee
- Facebook Ads Experts with Live Projects by Mazedul Mazed
- Google Ads (AdWords) Expert By Mazedul Mazeda
- Start Your Journey With UX By Rifat M Huq
- START YOUR JOURNEY WITH UI DESIGN By Rifat M Huq
- হাবলু করবে মার্কেটিং By Joyeta Banerjee
- হাব্লু করবে কনটেন্ট রাইটিং-By Joyeta Banerjee
- Content Writing and Career Development-By Sultana Parvin
ডাটা এন্ট্রি কোর্স সমূহ
গ্রাফিক্স ডিজাইন কোর্স
- Freepik Zero To Hero Advanced Graphic Design Course By KHALED SAIF
- Make T shirt Designs That Sell – V 0.1 By Sorup Amin
- Graphic Design-A Complete Course By Shuvo Paul
- Logo Design Mastery-Basic To Advanced By Ahetasham Salehin
- Advanced Web Design with SASS, FlexBox, Grid & jQuery Plugins By Abdullah Nahian