36. Having + V3+....

Use of “Having”

1) Having taken dinner, I went to sleep.(রাতের খাবার খাওয়ার পর আমি ঘুমাতে গিয়েছিলাম।)

2) Having freshen up, I took my breakfast. (ফ্রেশ হওয়ার পর আমি সকালের নাস্তা খেয়েছিলাম।)

3) Having completed my work, I went to College. (আমার কাজ শেষ করার পর আমি কলেজে গিয়েছিলাম।)

4) Having finished my breakfast, I left for office.(সকালের নাস্তা খাওয়ার পর আমি অফিসের জন্য বের হয়েছিলাম।)

5) Having prepared, I sat for exam.(প্রস্তুতি নেওয়ার পর আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম।)

6) Having walked for 20 minutes, I returned to home.(২০ মিনিট হাঁটার পর আমি ঘরে ফিরে এসেছিলাম।)

7) Having taken lunch, I took rest for sometime. (দুপুরের খাবার খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলাম।)

8) Having prayed Salatul Asar, I went  outside.(আসরের নামায পড়ার পর আমি বাইরে গিয়েছিলাম।)

9) Having gone to College, I conducted the class.(কলেজে যাওয়ার পর আমি ক্লাস নিয়েছিলাম।)

10) Having visited the place, we enjoyed very much.(স্থানটি পরিদর্শন করে আমরা আনন্দ উপভোগ করেছিলাম।)

Practice More:
ভাত খাওয়ার পর আমি কলেজে গিয়েছিলাম।

Having eaten rice, I went to College.

গোসল করার পর আমি বিছানায় গিয়েছিলাম।
Having taken shower, I went to my bed.

আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলেছিলাম।
Having Finished our work, we played cricket.

পড়াশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করেছিলাম।
Having completed my study, I tried for job.

বাজারে যাওয়ার পর আমি দুইটা শার্ট কিনেছিলাম। 
Having gone to market, I bought two shirts.

37. There is/are - আছে

There is/are – আছে
There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে।
There are deer in this jungle- এই বনে হরিণ আছে।

✪ There was/were – ছিলো
There was a pen on the table – টেবিলের উপর একটা কলম ছিলো

✪ There will be – হবে
✪ There will have – থাকবে

✪ There can be – থাকতে পারে
There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে

✪ There could be – থাকতে পারতো
There could be a flower garden in front your reading room. (তোমার পড়ার রুমের সামনে একটি ফুলের বাগান থাকতে পারতো।)

✪ There may be – হতে পারে
There may be a crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।

✪ There must be – নিশ্চয়ই থাকবে/অবশ্যই থাকবে।
There must be a lot of mangoes in our orchard. (আমাদের ফলের বাগানে অবশ্যই অনেক আম থাকবে।)

✪ There may not be – থাকতে নাও পারে
There may not be fishes in our new pond now. (আমাদের নতুন পুকুরে মাছ নাও থাকতে পারে। There may not be people on the street-রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।

✪ There must have been – নিশ্চয়ই ছিলো
There must have been an umbrella inside my bag- আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো

✪ There should be – থাকা উচিত
There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত

✪ There should not be – থাকা উচিত না
There should not be any mistakes in the letter- পত্রটিতে কোন ভুল থাকা উচিত না।

✪ There should have been – থাকা উচিত ছিলো
There should have been a mosque in this village -এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।

✪ There could have been – থাকতে পারবে।
There could have been a big play ground here. (এখানে একটি বড় খেলার মাঠ থাকতে পারতো।)

✪ There seems to be – আছে বলে মনে হয়।
There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়

38. I know who/what.....

I know=আমি জানি who are you=তুমি কে?

I know who you are=আমি জানি তুমি কে

I know what’s happening in you mind=তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি।

I know how he has been successful in his life=আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে।

I know how beautiful place the Sajek Valley is!= আমি জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গা!

39. It is five/six O'clock....

Now we will talk about time.
How to say the time. let’s get started..

(বাকি থাকলে to হবে আর বেজে গেলে past হবে)
এখন পাঁচটা বাজে=It is five o’clock.
এখন সাড়ে পাঁচটা=It is half fast five.
এখন সোয়া পাঁচটা=It is quarter past five.
এখন পোনে পাঁচটা=It is quarter to five.
এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to four.
এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes past four.
এখন প্রায় নয়টা বাজে=It is about nine o’clock.

40. How could you + verb…?

How could you + verb…?

How could you pass the exam? (তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?)

How could you give up smoking? (তুমি কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)

How could you win the game?(তুমি কিভাবে খেলায় জিতেছিলে?)

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now