Being এর ব্যবহার

Being এর ব্যবহার

Aziz Murad
Latest posts by Aziz Murad (see all)
Spoken English Course November

Being হলো Be Verb এর Present Participle রুপ। শুরুতে Be Verb এর পরিচিতি জেনে নিই। Am, Is, Are, was, were ইত্যাদিকে Be Verb বলে। Be এর সাধারণ একটি অর্থ হলো “হওয়া“।

এটার আরো অর্থ রয়েছে। Be Verb এর তিনটি Form হলো Be- Was/were-been. আর “Being” হলো Be Verb এর Present Participle রুপ। এখন চলুন Being এর ব্যবহার গুলো দেখে নিই।

Being এর ব্যবহারঃ হওয়া অর্থে।

gif ads design 70

1. Being a doctor giving treatment is my duty.ডাক্তার হওয়ায় চিকিৎসা সেবা দেওয়াই হলো আমার কাজ।

2. Being the eldest son in my family, I have many responsibilities.পরিবারে বড় সন্তান হওয়াই আমার অনেক দায়িত্ব আছে।

3. Being his good friend, I don’t like to hurt him. তার একজন ভাল বন্ধু হওয়ায় আমি তাকে কষ্ট দিতে চাই না।

4. Being bulky, she cannot run fast. মোটা হওয়ার কারনে সে দ্রুত 

Being এর ব্যবহারঃ মানসিক পরিবর্তন এর ক্ষেত্রে।

1. You are being a good student. তুমি ভাল ছাত্র হয়ে উঠছো/হয়ে যাচ্ছ।

2. He is being selfish। তুমি স্বার্থপর হয়ে যাচ্ছো।

3. You are being diplomatic তুমি সু-চতুর /কৌশলী হয়ে যাচ্ছো।

Being এর ব্যবহারঃ Passive Continuous এর ক্ষেত্রে

Present Continuous:
Structure: Sub + am/is/are+ being+ V3+ Ext
1. The book is being printed বই টি প্রিন্ট করা হচ্ছে।

2. The road is being constructed. রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।

3. Trees are planted গাছের চারা রোপন করা হচ্ছে।

Past Continuous:
Structure: Sub + was/were+ being+ V3+ Ext

1. The book was being printed বই টি প্রিন্ট করা হচ্ছিল।

2. The road was being constructed. রাস্তাটি নির্মাণ করা হচ্ছিল।

3. Trees were planted গাছের চারা রোপন করা হচ্ছিল।

Future Continuous:
Structure: Sub + will be/shall be+ being+ V3+ Ext

1. The book will be being printed বইটি প্রিন্ট হবে/ হতে থাকবে।

2. The road will be being constructed. রাস্তাটি নির্মান করা হবে/ হতে থাকবে।

3. Trees will be planted গাছের চারা রোপন করা হবে/ হতে থাকবে।

Need any help?
ফ্রি ইংলিশ লাইব্রেরী।Visit Now